লন্ডনে বসে দেশ ধ্বংসের পরিকল্পনা চলছে: শিক্ষামন্ত্রী


chandpurnews24 প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৯:১১ অপরাহ্ন /
লন্ডনে বসে দেশ ধ্বংসের পরিকল্পনা চলছে: শিক্ষামন্ত্রী

লন্ডনে বসে সন্ত্রাসী হামলার নির্দেশ ও দেশ ধ্বংসের পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করছে। দেশকে যারা নিরাপত্তা দেয়, সেই পুলিশ বাহিনীকে পশুর মতো পিটিয়ে হত্যা করেছে। এমন দেশ আমরা দেখতে চাই না।

বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করছে। তারা কখনোই দেশের মঙ্গল চায়নি। আওয়ামী লীগ দেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করেছে। শুধু চাঁদপুরকে দেখলেই উন্নয়নের দৃশ্য চোখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে তিনি চাঁদপুর স্টেডিয়ামে ১০০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।