যারা দেশের শান্তি নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করা হবে: দীপু মনি


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন /
যারা দেশের শান্তি নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করা হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব ধর্মের মানুষের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। পবিত্র মাটিতে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে-আনন্দে বসবাস করবে সেটি আমাদের প্রত্যয়। যারা দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িক সংখ্যায় হয়তো কম কিন্তু তাদের সমান অধিকার রয়েছে। বঙ্গবন্ধুর সংবিধান তাদের সমান অধিকার দিয়েছে। কারণ সব ধর্মের মানুষ এ অঞ্চলে হাজার হাজার বছর ধরে বাস করছে। আমার জানি একটা দুষ্টুচক্র আছে, যারা সাম্প্রদায়িকতায় উসকানি ছড়াতে চায়। তাদের থেকে সাবধান থাকতে হবে।’

হাইমচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া প্রমুখ।