পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার প্রভাবকে সামাল দেওয়ার ভয়ংকর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ছোট ছোট দেশগুলোকে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে ভূরাজনৈতিক পাল্লাপাল্লি চলছে, তা অন্য দেশগুলোকে তাদের জাতীয় স্বার্থের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করছে। কোন পক্ষের দিকে তারা ঝুঁকবে, তা তাদের অভ্যন্তরীণ এবং বাইরের পরিবেশ–পরিস্থিতির ওপর নির্ভর করছে।
যেমন ফিলিপাইনকে প্রতিবেশী পরাশক্তি চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক ঠিক রাখতে হচ্ছে, আবার একই সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বী পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার অর্ধশতাব্দীর প্রতিরক্ষা মৈত্রীও ধরে রাখতে হচ্ছে। অবশ্য ফিলিপাইনের সর্বশেষ প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর দেশটির দীর্ঘদিনের অনুসৃত নীতি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র থেকে চীনের দিকে ঝুঁকে পড়েছিলেন।
আপনার মতামত লিখুন :