ভাই ভাই ক্লাবের কবির আর নেই!


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১০:১৯ অপরাহ্ন /
ভাই ভাই ক্লাবের কবির আর নেই!

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পুরান বাজার ভাই ভাই ক্লাবের সাবেক সেক্রেটারি মেরকাটিজ রোড দেওয়ান আবুল খায়ের বাড়ি নিবাসী নুরে আলম কবির আর নেই।
তিনি ২৪ রমজান ১৬ই এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার সময় ভাই ভাই ক্লাবে হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
তিনি স্ত্রী ২ ছেলে, বোন, ভগ্নিপতি,ভাবি,ভাগ্নে-ভাগ্নি , ভাতিজাসহ বহু আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ১৭ই এপ্রিল সোমবার সকালে জানাজার নামাজ শেষে তাকে নিজবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
“নুরে আলম কবিরের অকাল মৃত্যুতে তাঁর বন্ধু মহল গভীরভাবে শোকাহত। “