ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের আয়োজনে ব্র্যান্ডটক ৪.০


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন /
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের আয়োজনে ব্র্যান্ডটক ৪.০

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্র্যান্ড মার্কেটিং সেমিনার ‘ডানো ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন অ্যান্ড দারাজ’। স্টোরিজ অব পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন থিম নিয়ে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন অভিজ্ঞ দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজিকে ড্রাইভ করবে সে বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে মার্কেটিং মায়েস্ত্রো প্রফেসর ড. মিজানুর রহমান, রবির প্রাক্তন সিইও মাহতাব উদ্দিন আহমেদ, এড-ফিনিক্স এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও লুতফি চৌধুরী, বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আলম শাওন, এইচটিটিপুল-এর পার্টনার ডিরেক্টর মুনাফ মুজিব চৌধুরী, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন,নেসলে বাংলাদেশ লিমিটেডের বিক্রয় প্রধান সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ, স্বপ্ন সুপার শপের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির, এরিস্টো কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজাউল হাকিম শান্ত, রেকিট বেনকাইজার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান, এজাইল মাইন্ডস গ্রুপের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার জিশান কিংশুক হক এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরীসহ ১৫ জন ব্র্যান্ড-মার্কেটিং পেশাজীবী তাদের মতামত উপস্থাপন এবং অভিজ্ঞতা শেয়ার করেন। প্রায় ২৫০ জন মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিং এর শিক্ষক-ছাত্রছাত্রীরা যোগ দেন এই ব্র্যান্ড টকে।