বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ন /
বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারায় কিউইরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চেয়েছিল নিউজিল্যান্ড। তবে বৃষ্টির বাগড়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়।

মঙ্গলবার (২৮ মার্চ) ক্রাইস্টচার্চে হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে সকাল থেকেই বৃষ্টির কারণে ম্যাচটি সময়ের সঙ্গে সঙ্গে ওভার কমিয়ে খেলা হওয়ার কথা ভাবা হচ্ছিল। তবে ঝিরিঝিরি বৃষ্টিতে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। যার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

এদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথে দ্বিতীয় ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ছিল লঙ্কানদের জন্য। তবে ম্যাচটি না হওয়ার ফলে লঙ্কানরা এখন বিশ্বকাপে সরাসরি খেলা থেকে অনেক দূরে সরে গেল। সরাসরি ভারত বিশ্বকাপে খেলতে হলে সব কটি ম্যাচ জিততে হতো শ্রীলঙ্কাকে। তবে প্রথম ম্যাচে বাজেভাবে হেরে যায় তারা। তবুও সিরিজ জয়ের সুযোগ ছিল বাকি দুই ম্যাচ জিতে। তবে বৃষ্টি তাদের সিরিজ জয়ের আশা শেষ করে দিল।

এই ম্যাচ থেকে পাওয়া ৫ পয়েন্টে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৮২। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে এখন ৯ নম্বরে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে।

৭ দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বাকি এক স্পটের জন্য লড়ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আর এই দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে প্রোটিয়ারা। হ্যামিল্টনে আগামী শুক্রবার (৩১ মার্চ) সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।