বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর সহজেই ম্যাচ জিতল নিউজিল্যান্ড


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ১১:০৯ অপরাহ্ন /
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর সহজেই ম্যাচ  জিতল নিউজিল্যান্ড

ব্যাটিংটা দৃষ্টিনন্দন হয়নি, তবু শেষ পর্যন্ত টাইগাররা যে পুঁজি পেয়েছিল তা নিয়ে লড়াইয়ের প্রতাশা করাই যায়। কিন্তু বাংলাদেশের ২৪৫ রান টপকাতে খুব একটা ঘামও ঝরাতে হলো না কেন উইলিয়ামসনদের। ৭.১ ওভারব হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা, জয় পায় ৮ উইকেটের।

চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার (১৩ অক্টোবর) শুরু থেকেই কিউই ব্যাটারদের কঠিন পরীক্ষা নেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। দলীয় তৃতীয় ওভারে দুটি বাউন্ডারি হজম করে উইকেট তুলে নেন ফিজ। তার হালকা বাউন্সি বলে খোঁচা মেরে আউট হন রাচিন রবীন্দ্র। একের পর এক ডট আদায় করে এরপর কিউইদের আরও চাপে ফেলেন ফিজ-শরিফুল।


ফিজের চতুর্থ ওভারে উইকেট পেতে পারত বাংলাদেশ। একটুর জন্য ডেভন কনওয়ের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। তা সত্ত্বেও পাওয়ার-প্লেটা ভালোভাবেই শেষ করে সাকিব বাহিনী। প্রথম ১০ ওভারে কিউইরা করে ৩৭ রান।
পাওয়ার-প্লে শেষে ঘুরে দাঁড়ান কনওয়ে-উইলিয়ামসনরা। ২১তম ওভারের প্রথম বলে কনওয়েকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। তার আগে দুজনের জুটি হয় ৮০ রানের।

এরপর ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগোতে থাকেন কেন উইলিয়ামসন। অনেকটা ঠাণ্ডা মাথায়ই খেলে যান কিউই অধিনায়ক। যদিও মিচেল কিছুটা আক্রমণাত্মকই ছিলেন। অর্ধশতক পূরণে উইলিয়ামসন যেখানে খেলেন ৮১ বল সেখানে মিচেলের লাগে ৪৩ বল। হাফসেঞ্চুরি করে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে উইলিয়ামসন ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৭৮ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। ১০৭ বলের ইনিংসটি ৮ চার ও এক ছয়ে সাজান তিনি।
শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিচেল। তার ৬৭ বলে  ৮৯ রানের ইনিংসে আছে ৬টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেয়া গ্লেন ফিলিপস করেন ১৬* রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসন বাহিনীকে ২৪৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মুশফিকুর রহিম ফিফটি ও সাকিব-মাহমুদউল্লাহ ফিফটির কাছাকাছি গেলেও তারা ইনিংস বড় করতে পারেননি। ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রান করেন মুশফিক। চাপের মুখে ৪৯ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের, ৫১ বলে ৪০ রান করেন তিনি। এর বাইরে মেহেদী হাসান মিরাজের ৩০ রান ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।
নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন লকি ফার্গুসন। টেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি নেন দুটি করে উইকেট।
 
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২*; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স‍্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)
নিউজিল‍্যান্ড: ৪২.৫ ওভারে ২৪৮/২ (কনওয়ে ৪৫, রবীন্দ্র ৯, উইলিয়ামসন আহত অবসর ৭৮, মিচেল ৮৯*, ফিলিপস ১৬*; মুস্তাফিজ ৮-০-৩৬-১, শরিফুল ৭.৫-১-৪৩-০, তাসকিন ৮-০-৫৬-০, সাকিব ১০-০-৫৪-১, মিরাজ ৯-০-৫৮-০)