বড় স্টেশনে ভ্রাম্যমাণ ফাটোগ্রাফারদের গ্রেফতার ॥ ক্যামেরা জব্দ


chandpurnews24 প্রকাশের সময় : মে ১৪, ২০২৩, ১০:২৯ অপরাহ্ন /
বড় স্টেশনে ভ্রাম্যমাণ ফাটোগ্রাফারদের গ্রেফতার ॥ ক্যামেরা জব্দ

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র (বড় স্টেশন)-এ ৩ ফটোগ্রাপারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ৫টি ক্যামেরা জব্দ করা হয়েছে। চাঁদপুর শহরবাসীর বিনোদনের জন্যে একমাত্র স্থান। এখানে তিন নদীর মিলনস্থল হওয়ার কারণে জেলার বিভিন্ন প্রান্ত এবং অন্যান্য জেলা থেকে পর্যটক ঘুরতে আসে। বেশ কিছুদিন যাবৎ দেখা যায়, এখানে ঘুরতে আসা পর্যটকদের অনেকটাই জিম্মি করে ভ্রাম্যমাণ ফটোগ্রাফাররা ছবি তোলার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে অনেক পর্যটকই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে পোস্ট করেছেন। বিষয়টি স্থানীয় কমিশনার শফিকুল ইসলামের নজরে আসলে তিনি গত ১৩ মে ভ্রাম্যমাণ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযানে নামেন। এ সময় তিনি তিনজন ফটোগ্রাফার ও ৫টি ক্যামেরা আটক করে থানায় নিয়ে যান। সেই সাথে একজন এএসআই বড়স্টেশন মোলহেডে ডিউটি করছেন। যাতে এখানে ঘুরতে আসা পর্যটকদের কোনো ধরনের অসুবিধা না হয় এবং নতুন করে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।