প্রেমিকাকে পেতে অটোরিকশাচালককে হত্যা


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন /
প্রেমিকাকে পেতে অটোরিকশাচালককে হত্যা

পরকীয়া প্রেমিকাকে পেতে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার অটোরিকশাচালক মোতালেব হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেপ্তার তিন যুবক। হত্যাকাণ্ডে ব্যবহ্নত চাকু, লাল সুতা, আসামির ফেলে যাওয়া স্যান্ডেল ও ভিকটিমের আটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের আব্দুস সালাম সরকারের ছেলে সুমন সরকার (২৭), ধিতপুর কানু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তরিকুল ইসলাম (২৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার গোলাম হোসেনের ছেলে ওয়াজেদ শেখ (২৭)।

ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ওয়াজেদ শেখ তার বন্ধু সুমন ও তরিকুলকে নিয়ে পরকীয়া প্রেমিকা বিউটি খাতুনকে পাওয়ার জন্য তার স্বামী মোতালেব হোসেন সাগরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী হত্যার পরে গত ২৬ সেপ্টেম্বর সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাতী গ্রামের একটি ফসলি জমির মধ্যে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, গতকাল সোমবার (২ অক্টোবর) রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদেরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।