পান বিক্রি করে হজে যেতে চান ৯০ বছরের ইমান আলী


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন /
পান বিক্রি করে হজে যেতে চান ৯০ বছরের ইমান আলী

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গত ৩ মাস ধরে বালতির মধ্যে হরেক রকমের মসলা দিয়ে মিষ্টি পান বিক্রি করছেন ৯০ বছরের ইমান আলী। এক হাতে পাসপোর্টের কপি অন্য হাতে পানের বালতি নিয়ে সৈকতের ধারে ঘুরে পান বিক্রি করেন তিনি।

পাসপোর্ট হাতে নিয়ে পান বিক্রির কারণ জানতে চাইলে বৃদ্ধ বলেন, শেষ বয়সে পবিত্র মক্কা শরীফ নিজের চোখে দেখতে চাই। জীবনে একবার হজে যেতে চাই।

ইমান আলীর বাড়ি পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। পরিবারে কাঠমিস্ত্রীর পেশায় থাকা দুই ছেলে থাকলেও সংসার টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয় তাদের। তাই বাবার ভরণপোষণ চালালেও স্বপ্ন পূরণ করতে অক্ষম তার দুই সন্তান। এখন নিজে পান বিক্রি করে সেই অর্থে হজে যাওয়ার স্বপ্ন দেখছেন ইমান আলী।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি পান বিক্রি করে হলেও হজ করতে যাব। নিজের চোখে প্রাণ ভরে কাবা শরীফ দেখব। আমার নবীর রওজা মোবারক দেখব। সেই আশা বুকে নিয়ে গত তিনমাস ধরে পান বিক্রি করে টাকা জমাচ্ছি। এই টাকা সংসার খরচে দেই না। আল্লাহ যেন আমার মনের এই আশা পূরণ করেন, আপনারা দোয়া করবেন আমার জন্য।