চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
তিনি জানান, শনিবার (২১ অক্টোবর) রাত ৮টা থেকে রোববার (২২ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮৯ জন জেলে আটক করা হয়। এসময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল, ৩৩টি মাছ ধরার নৌকা, ৪৬৭ কেজি ইলিশ জব্দ করা হয়।
আটকদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, তিন জনকে ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে আটটি মামলা করা হয়েছে।
ওসি কামরুজ্জামান জানান, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :