চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী-বিবাদীর আবেদনের আলোকে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির কিছু চিত্র তুলে ধরেন। একই সাথে বাল্যবিবাহ বন্ধ করার কয়েকটি ঘটনার চিত্রও তিনি তুলে ধরেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী বলেন, আমাদের কাছে প্রতিমাসে বাল্যবিবাহ সংক্রান্ত অভিযোগ আসে। দেখা যায় যে, এগুলোর একটাও কাজীর কাছে রেজিস্ট্রি করা না। এগুলো সব নোটারী পাবলিক আইনজীবীর কাছে এফিডেভিটের মাধ্যমে করা। যেটাকে প্রচলিত ভাষায় কোর্ট ম্যারিজ বলা হয়। জেলা প্রশাসক বলেন, কোন্ কোন্ নোটারী আইনজীবী বাল্যবিবাহর এফিডেভিট করে প্রমাণসহ সে তথ্য আমাদের দিতে হবে। তখন আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকলে মিলে একযোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। বিবাহ বন্ধন আবদ্ধ করতে অবশ্যই জন্ম নিবন্ধন দেখে বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে। আমরা চাই যাতে কেউ বাল্যবিবাহের শিকার না হয়। এটি একটি সামাজিক ব্যাধি। সকলের সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে।
আপনার মতামত লিখুন :