স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় মোখা ক্রমেই ভয়ংকর আকার ধারণ করে উপকূলের দিকে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল এই ঘূর্ণিঝড় মোখা দেশের দক্ষিণ উপকূলে ২০০৭ সালে আঘাত হানা সিডরের মতোই শক্তিশালী বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এ জন্য চাঁদপুর ৮ নম্বার মহাবিপদ সংকেত আওতায় রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ১৩ মে ঘূর্ণিঝড় “মোখা” হতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সদর উপজেলার নদীতীরবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে আসার জন্য অনুরোধ করেন। যারা ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় চেয়ারম্যানকে খাবার সরবরাহ করার নির্দেশনা দেন। এছাড়া মেঘনা নদীর চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণবাজার
হরিসভার নিকটে নদীভাঙ্গন প্রবন এরিয়া পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ সদর উপজেলা ইউএনও, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, চেয়ারম্যান এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :