দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত, নৌযান চলাচল বন্ধ


chandpurnews24 প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৩, ৮:০০ অপরাহ্ন /
দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত, নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আজ শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক। তিনি বলেন, নদীবন্দরে এমনিতেই ২ নম্বর সংকেত থাকায় সকালে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন বৈরী আবহাওয়া বিরাজ করায় আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা পরবর্তী ঘোষণা দেওয়ার আগপর্যন্ত বলবৎ থাকবে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যার মধ্যে এর মূল অংশ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। উপকূলীয় বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন–পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপৎসংকেত জারি করেছে।

চাঁদপুর

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টি ও বাতাসের গতি বেড়েছে। এর ফলে আজ সকাল ৬টা থেকে ছোট লঞ্চ এবং সকাল ১০টার পর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ–এর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদপুর লঞ্চঘাটে দায়িত্বরত নৌপথ পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, সকাল ৬টা থেকে নির্ধারিত সময়ে এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈদগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ১০টা ৪০ থেকে সব লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়। যেসব লঞ্চ সকাল থেকে ছেড়ে গেছে, সেগুলোতে যাত্রী ছিল খুবই কম।

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৯টার পরে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি আরও বেড়েছে।