জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা


chandpurnews24 প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন /
জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা

স্টাফ রিপোর্টার : ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির সভা ২৯ মার্চ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত নৌ পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, নৌ-বাহিনীর কমাণ্ডার মেহের, কোস্টগার্ডের সিনিয়র পেটি অফিসার শফিকুল ইসলামসহ জাটকা নিধন প্রতিরোধের সাথে জড়িত জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন।
সভায় জাটকা রক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।