চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন /
চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আরিয়ানা মেডিক্যাল সেন্টারে চিকিৎসকের অবহেলায় সানজিদা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ওই মেডিক্যাল সেন্টারের ডা. আবিদা ও ডা. সুমনের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সানজিদা শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মহিনুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় সানজিদার স্বামী মহিনুল ইসলাম হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, অস্ত্রোপচার শেষ হাওয়ার পর বাচ্চা স্বজনদের কাছে দেওয়া হয়। এ সময় প্রসূতি সুস্থ রয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গভীর রাতে হঠাৎ সানজিদার রক্তক্ষরণ হওয়ায় কুমিল্লার হাসপাতালে নিতে বলেন চিকিৎসক।

মহিনুল অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর অনেক রক্তক্ষরণ হয়। রক্তশূন্য হয়ে যাওয়ায় হার্ট ব্লক হয়ে তার মৃত্যু হয়। ওই সময় তার কাছে কোনও চিকিৎসক ছিলেন না।’

এ বিষয়ে জানতে চাইলে আরিয়ানা মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. সুমন ইসলাম পরে কথা বলবেন বলে জানান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বলেন, ‘আরিয়ানা হাসপাতালে প্রসূতির মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’