স্টাফ রিপোর্টার ॥
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘুরাপেরা করতে দেখাগেছে। রেললাইনের পাশেই থাকত। অনেকই মানসিক রোগী মনে করেছেন তাকে। ট্রেনে কাটা পড়লে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে খন্ড বিখন্ড মরহে উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারী বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে,পিবিআই,চাঁদপুর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহত মহিলার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে পরিচয় সনাক্ত করেছে বলে জানা যায়। দীর্ঘক্ষণ তারা পরীক্ষা-নিরীক্ষা করে ওই মহিলার পরিচয় করে। তার নাম নাসিমা বেগম(৬৫)। বাড়ি সদর উপজেলা কল্যাণপুর।
আপনার মতামত লিখুন :