চাঁদপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু “শুভ উদ্ভোধন”


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন /
চাঁদপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু “শুভ উদ্ভোধন”

এবার আর অপেক্ষা কিংবা স্বপ্ন নয়, দীর্ঘ প্রতিক্ষার পর চাঁদপুর থেকে পর্যটন নগরী কক্সবাজার এর উদ্দেশ্যে ট্রেন চালু হচ্ছে।

জানা যায়- আগামী ৫-নভেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল করবে। চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে দীর্ঘ ৩৮-বছর ধরে মাত্র ১-টি ট্রেন আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস সরাসরি যাতায়াত করে আসছিলো। এই ট্রেনটি ভোর ৫-টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় সকাল সাড়ে-নয়টায়। এর-পর প্রায় ৮ ঘণ্টা চট্টগ্রাম স্টেশনে অলস সময় কাটিয়ে বিকেল ৫*টায় চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসতো।

তবেএ মাঝখানের এই দীর্ঘ ৭-৮ ঘণ্টা ট্রেন-টি  স্টেশনে অলস বসে না-থেকে যদি চট্টগ্রাম পৌঁছার ২০-মিনিট পর’ই কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেলে দুপুর ২টার মধ্যেই পৌঁছাতে পারে পর্যটন নগরী কক্সবাজার। এই সিদ্ধান্তঃই বাস্তবায়ন হতে চলছে আগামী ৫-ই নভেম্ভর থেকে।

ট্রেন এর সময়সূচীঃ-

 

  • চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে ভোর-৫-টায়, কক্সবাজার পৌছাবে দুপুর-২টায়।
  • কক্সবাজার থেকে চাঁদপুর এর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে দুপুর-৩টায়, যা, চাঁদপুর পৌঁছাবে, রাত ১০-টায়।

তবে- যাতায়াত ভাড়া এখনো সিদ্ধান্ত না-হলেও অনুমান করা যায় ৩৬০/- টাকা থেকে ৩৯০/- টাকা হতে পারে।