স্টাফ রিপোর্টার, চাঁদপুর।। চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর মডেল থানা প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় তিনি চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের উদ্দেশ্যে জানান-
টহল সদস্যগণ পুলিশের একটি অংশ। আপনাদের সবার ইউনিফর্ম আছে। রাতের অন্ধকারে যখন দায়িত্বে থাকেন পোশাকের কারণে সবাই আপনাদেরকে কমিউনিটি পুলিশি হিসেবে চিনে। আপনারা ভালো কাজ করেন বলেই মানুষ শান্তিতে ঘুমায়। পৌর এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান সহ জেলা পুলিশকে সঠিক তথ্য প্রদানের নির্দেশ দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, সদর মডেল থানা, চাঁদপুর, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :