স্টাফ রিপোর্টার।।
২৩/০৩/২০২৩ তারিখে জেলা প্রশাসন চাঁদপুর এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরের ২য় কিস্তিতে ১৪১ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৭০ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কামরুল হাসান ।
এ সময় তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :