চাঁদপুরে সামান্য একটি রিকশার জন্য প্রাণ দিতে হয়েছে চালককে


chandpurnews24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন /
চাঁদপুরে সামান্য একটি রিকশার জন্য প্রাণ দিতে হয়েছে চালককে

চাঁদপুরে সামান্য একটি রিকশার জন্য প্রাণ দিতে হয়েছে চালককে। গত ২ সপ্তাহ আগে এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত একমাত্র আসামি শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি কারণে নিরীহ এই রিকশাচালক মো. দুলালকে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছে তার বর্ননা দিয়েছে ঘাতক। এরইমধ্যে ছিনিয়ে নেওয়া রিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। আসামি শরীফ হোসেন চাঁদপুর সদর উপজেলা দক্ষিণ গোবিন্দিয়া এলাকার হাবিবুর রহমান মাঝির ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সড়কের পাশ থেকে এই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মূলত যাত্রী সেজে চালক মো. দুলালের রিকশা ছিনিয়ে নিতে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যাকান্ড ঘটায় আসামি শরীফ। লঞ্চঘাটে সিসি ক্যামেরায় সনাক্ত করে হত্যায় জড়িত ঘাতককে গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ।

এদিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঘাতক শরীফ হোসেন তার বাড়িতে নিয়ে যায় পুলিশকে। এসময় বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া রিকশার অংশ বিশেষ।