চাঁদপুরে প্রস্তুত ৩৫৩ আশ্রয়কেন্দ্র


chandpurnews24 প্রকাশের সময় : মে ১২, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ন /
চাঁদপুরে প্রস্তুত ৩৫৩ আশ্রয়কেন্দ্র

স্টাফ রিপোর্টার :

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চাঁদপুরের আট উপজেলায় ৩৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ১২ মে শুক্রবার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুরের আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোখা মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জেলার সব সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।
জনসচেতনতায় দুদিন ধরে মাইকিং করছে কোস্ট গার্ড। বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলার সব ইউএনও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।