চাঁদপুরে পুনাকের ঈদ উপহার বিতরণ


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ন /
চাঁদপুরে পুনাকের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্ মাল্টিপারপাস সেডে পুনাকের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলেদেন পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পুনাক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আপনাদের মতো সকলকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন।

স্বাগত বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের অধ্যক্ষ শিপ্রা মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুনাকের কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, দপ্তর সম্পাদিকা ইশান আরাফাত, উপাধ্যক্ষ রাখি মজুমদারসহ আরো অনেকে।

বক্তব্য শেষে শতাধিক অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।