চাঁদপুরে অটোরিকশা উল্টে অসহায় চালকের মৃত্যু


chandpurnews24 প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ৯:৫২ অপরাহ্ন /
চাঁদপুরে অটোরিকশা উল্টে অসহায় চালকের মৃত্যু

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে পড়ে সেলিম গাজী (৪৫) নামের এক অসহায় অটোরিক্সা চালকের করুন মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর জনকল্যাণ বাজার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত অটো রিক্সা চালক চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিশা গ্রামের গণি গাজীর ছেলে।

স্থানীয় এলাকার হাবিব শেখ ও অটোর যাত্রী জাহাঙ্গীর আলমসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিহত সেলিম গাজী অটো রিক্সা চালিয়ে বালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তার অটো বাইকটি রঘুনাথপুর জনকল্যাণ বাজারের ঝাউবন ওয়ালা শেখ বাড়ির সামনে গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার অটো রিক্সাটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়ে পড়লে তারা তাকে সেখান থেকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মুনসুর আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সেলিম গাজীর সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদের মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী। তার এমন করুন মৃত্যুতে অনেক অসহায় হয়ে পড়েছে পরিবারটি।