কচুয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


chandpurnews24 প্রকাশের সময় : মে ১৫, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন /
কচুয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার : সখের মোটরসাইকেল কিনে না দেয়ায় চাঁদপুরের কচুয়ায় তাহসান তফাদার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার কাদলা গ্রামের তফাদার বাড়িতে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
নিহত ওই এসএসসি পরীক্ষার্থী কাদলা গ্রামের জামাল হোসেন তফাদারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তাহসান তফাদার দীর্ঘদিন ধরে তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে আসছিল। কিন্তু পরীক্ষার পরে মোটরাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বাবা।
শনিবার রাতে সবার অগোচরে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে সে। এসময় তার পরিবারের লোকজন টের পেয়ে রাত ৩টার দিকে তাহসানের রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।