ঈদের আগে চার দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক
chandpurnews24
প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৯:০৪ অপরাহ্ন /
০
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা ও উপশাখায় ২৫ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে আগামী ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। এ ছাড়া ২৭ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত শাখা ও উপশাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে।
আর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে ও বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। এতে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
এ ছাড়া কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংকের শাখা বা উপশাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংকের শাখা বা উপশাখার মাধ্যমে পশু ব্যবসায়ীরা পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথেও পশু ব্যবসায়ীরা অর্থ লেনদেনের সহায়তা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, সোমবার (১৯ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
Post Views: 74
আপনার মতামত লিখুন :