ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ


chandpurnews24 প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ১০:৪০ অপরাহ্ন /
ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে এর আগে তিন বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন দেখাতেই লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি বিশ্বপকাপেও লঙ্কানদের বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। তবে এবার ভিন্ন গল্প লিখলো সাকিব আল হাসানের দল। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা।

সোমবার (৬ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ থেকে আগেভাগেই বাদ পড়ে গেলেও এই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

টানা ৬ হারের পর এই ম্যাচ জিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। তাই সামনের ম্যাচটা এই দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।