স্টাফ রিপোর্টার #
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ প্রধানীয়ার নতুন চেম্বার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ৮ মে ) বাদ আসর চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকাস্থ সৌদিয়া সিটির দ্বিতীয় তলায় চেম্বার উদ্বোধন করা হয় । উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার ।
নতুন চেম্বারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী অন্যান্য অতিথিবৃন্দের মাঝে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডঃ মাসুদ প্রধানিয়া। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড: ইকবাল বিন বাশার, অ্যাডঃ জহিরুল ইসলাম , অ্যাডঃ সেলিম আকবর , চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম , সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোকতার আহমেদ অভি, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ , কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ কায়সার, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ সাইফুল গাজী সহ আইনজীবী ও অন্যান্যরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :