অটোরিক্সার নতুন নাম্বার দেয়ার নামে প্রতারণা


chandpurnews24 প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন /
অটোরিক্সার নতুন নাম্বার দেয়ার নামে প্রতারণা

প্রেস বিজ্ঞপ্তি  : চাঁদপুর জেলায় সিএনজিচালিত অটোরিক্সার নতুন রেজিস্ট্রেশন নাম্বার দেয়ার নামে কয়েক কোটি টাকা দুর্নীতি করার পাঁয়তারা চলছে।
জানা যায়, চাঁদপুর জেলায় ২০১৪ সাল থেকে অদ্যবধি অটোরিক্সার রেজিস্ট্রেশন নাম্বার দেয়া বন্ধ রয়েছে। বর্তমান জেলায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত গাড়ি প্রায় ৭ হাজার। কিন্তু একটি চক্র নতুন করে নাম্বার করে দেয়ার নাম করে নিরীহ অটোরিক্সার চালক ও মালিকদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করছে। এ ঘটনা চাঁদপুর সদর উপজেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি জোবায়ের হোসেনের নজরে আসলে তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিআরটির কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন ও জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিপন হোসেন জানান, যেহেতু চাঁদপুর জেলা ও শহরে রাস্তাঘাটের তুলনায় অতিরিক্ত গাড়ি এবং তীব্র যানজটে অতিষ্ঠ শহরবাসী সেই জায়গায় নতুন করে সিএনজি অটোরিকশার কোনো প্রয়োজন নেই। বর্তমান আমাদের চালকরা এবং মালিকরা গাড়ি চালিয়ে ঠিক মতো ৩/৪ শ’ টাকা পায় না। কিন্তু বেশ কিছু দিন ধরে শুনতে পেলাম এক প্রতারক (কাজী ওমর ফারুক) মিথ্যাচার করে অনেক সিএনজি মালিকদের কাজ থেকে গাড়ির নাম্বার দেয়ার নামে গাড়ির মূল কাগজপত্র ও ৫০ হাজার টাকা কন্ট্রাক্ট করছে। এর আগেও তার বিরুদ্ধে বহু মানুষের টাকা আত্মসাতের অভিযোগ রহিয়াছে।
পুরাতন গাড়ির মেয়াদোত্তীর্ণ হলে তাদের রিপ্লেস করে। সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশননাম্বার দেয়ার জন্যে অনুরোধ করেন। তাছাড়া যেন নতুন করে সিএনজির রেজিস্ট্রেশন নাম্বার না দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।