অজিদের কাবু করতে অ্যাশেজে নতুন কৌশল নিয়ে আসছেন ব্রড
chandpurnews24
প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন /
০
দল ঘোষণার মধ্য দিয়ে অ্যাশেজের দামামা বাজিয়ে দিয়েছে অজিরা। পিছিয়ে নেই ইংলিশ ক্রিকেটাররাও। অ্যাশেজের আগে নিজেকে প্রস্তত করছেন স্টুয়ার্ট ব্রড। নিজের বোলিং পদ্ধতিতেও পরিবর্তন এনেছেন এই ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথকে কাবু করতে নতুন এক আউট সুইঙ্গার ব্যবহারের আভাস দিয়েছেন তিনি।
সাদা পোশাকের ধ্রুপদী লড়াই। টেস্ট ক্রিকেটের যতটা মাহাত্ম, তার বেশিরভাগটাই টিকে আছে এ একটা সিরিজকে ঘিরে, অ্যাশেজ। এখনো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ানদের কাছে বিশ্বকাপের চেয়েও বেশি মর্যাদার এই টুর্নামেন্ট।
বিশ্ব টেস্ট ক্রিকেটে অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ অ্যাশেজ। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সমর্থক তো বটেই পুরো বিশ্বের ক্রিকেট সমর্থকদের চোখ থাকে এই ম্যাচগুলোর উপর। তাইতো যেকোনো মূল্যে সিরিজটা জিততে চান দুই দেশের ক্রিকেটাররাই।
২০১৫ সালে সবশেষ অ্যাশেজের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর তিনটি সিরিজের দুটি জিতেছিল অস্ট্রেলিয়া বাকি ১ টি সিরিজ হয়েছিল ড্র। তাই ২০২৩ অ্যশেজের শিরোপা জিততে মরিয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
বয়সটা ৩৭ ছুঁই ছুঁই তবে বয়সের তোয়াক্কা না করে এখনো ইংল্যান্ডের পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ব্রড। আসন্ন অ্যাশেজে অজি ব্যাটারদের কাবু করতে নিচ্ছেন বিশেষ প্রস্তুতি। নতুন এক আউট সুইঙ্গার রপ্ত করেছেন ব্রড। কাউন্টি ক্রিকেটে এর সফল ব্যবহারও করেছেন তিনি। অ্যাশেজে অস্ট্রেলিয়ার অন্যতম সফল দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথকে ধরাশায়ী করতে এই বোলিং পদ্ধতি অবিষ্কার করেছেন বলে জানিয়েছেন তিনি।
স্টুয়ার্ট ব্রড বলেন, ‘সত্যি বলতে এই বলটি সাজানো হয়েছে মার্নাস ও স্মিথের জন্য। তাদের ব্যাটের বাইরের কানায় বল ছোঁয়ানোর জন্য নতুন কিছুর চেষ্টা করছিলাম এতদিন ধরে। সেকারণেই এই বোলিং পদ্ধতি বের করেছি। এটিই আমার বিপজ্জনক ডেলিভারী যা ওদের অনেক সমস্যায় ফেলবে।’
নিজের বোলিং অ্যাকশন উন্নয়নের জন্য নটিংহ্যামশায়ারের বোলিং কোচ কেভিন শাইনের সঙ্গে কাজ করেছেন বলে জানিয়েছেন ব্রড।
তিনি বলেন, ‘আমার বোলিং অ্যাকশান ও ফ্লো তৈরি করার জন্য কেভিনের সঙ্গে কাজ করেছি। আমার কিছু সমস্যা ছিলো বোলিং করার সময়। কখনো কখনো অ্যাকশানটা সঠিক হচ্ছিল না। আমি সেসব জায়গায় কাজ করেছি। আশা করি অ্যাশেজে ভালো কিছু হবে।’
অ্যাশেজে এখন পর্যন্ত ৩৫ টেস্ট খেলে ২৯ দশমিক শূন্য পাঁচ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন ব্রড।
Post Views: 29
আপনার মতামত লিখুন :